এন্ডে ছিল শচীন। বোলার বল করল, শচীন সেটা থার্ডম্যানের দিকে ঠেলে দিয়ে ৩ রান নিল, ফিল্ডার সেটা ছুড়ল নন-স্টাইকার এন্ডে, ওভার থ্রো-তে শচীন আরও তিন রান নিয়ে নিল। এবার ফিল্ডার সাবধান হয়ে সেটা ছুঁড়ে দিল উইকেট কিপারের দিকে, উইকেট কিপার ধরতে পারল না আর বলটা চলে গেল বাউন্ডারির ওপারে, ফলে চার রান। ৩+৩+৪=১০। আমরা জিতে গেলাম।
সাউথ আফ্রিকানঃ একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো আপনারা চেনেন। তার গায়ে মারাত্মক জোর। সে এমন জোরে মারল যে বল স্টেডিয়াম পার হয়ে কয়েকশ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোন উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম।
বাংলাদেশিঃ একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমাদের আশরাফুলকে তো আপনারা চেনেন, সে সেই রকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল, আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুই টুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্য টুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম। আমরা জিতে গেলাম।
সাউথ আফ্রিকানঃ একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমদের গ্রায়েম স্মিথকে তো আপনারা চেনেন। তার গায়ে মারাত্মক জোর। সে এমন জোরে মারল যে বল স্টেডিয়াম পার হয়ে কয়েকশ গজ দূরে গিয়ে পড়ল। আম্পায়ারের কোন উপায় ছিল না। সে ১২ রান দিয়ে দিল। আমরা জিতে গেলাম।
বাংলাদেশিঃ একবার আমাদের ১ বলে ১০ রান দরকার ছিল। আমাদের আশরাফুলকে তো আপনারা চেনেন, সে সেই রকম মারকুটে ব্যাটসম্যান। বোলার বল করল, আর আশরাফুল সজোরে ব্যাট চালাল। ব্যাটের আঘাতে বল ভেঙে দুই টুকরা হয়ে গেল। এক টুকরা উড়ে বাউন্ডারি পার হল আর অন্য টুকরা গড়াতে গড়াতে বাউন্ডারি পার হল। ফলে আমরা ৬ + ৪ = ১০ রান করে ফেললাম। আমরা জিতে গেলাম।